সুবিনয় দাসের কবিতা

সুবিনয় দাসের কবিতা

অশ্রু জল

সুবিনয় দাস

চেওনা যেতে, যেতে হবে          কি
কথা আছে ? ভেবে দেখো আমি কত
কাছে, সবুজে সমারোহে, যথেষ্ট লোভে
অনুতাপে, অশ্রু জলে।


তক্ষুনি

সুবিনয় দাস

তখনই বাড়িয়েছি
স্বর গলার, ক্ষয়         কেশে, উস্তাদ
চলে যাই কোমায়, ভেবেছি ফস করে
জ্বালাবো দেশলাই কাঠি, সটান বাপধন
বারুদে মরি, তখনই