আত্মপ্রশংসা – শুভেশ চৌধুরী

আত্মপ্রশংসা – শুভেশ চৌধুরী

আত্মপ্রশংসা

শুভেশ চৌধুরী

আত্মপ্রশংসা শুনতে অনেকেই খুব ভালোবাসেন অনেকে আবার বাসেন না। যারা সবসময় কাজের মধ‍্যে ডুবে থাকেন তাদের নিন্দা প্রশংসা শোনার অবকাশ থাকে না।

সূর্যের একটি আপ্তবাক্য আছে, আমি নিয়ম করে উদিত হবো নিয়ম করেই অস্ত যাইবো মেঘ দিয়ে ঢাকা পড়লে আবার কিছুক্ষণ পর হেসে উঠবো খুব কম সময়ই আমি বিমর্ষ থাকি।

সূর্যের যেমন বহু সূর্যের পিদিম জ্বালানোর কাজ আছে স্বাভাবিক, তার সময়ের বহু মূল্য, নিন্দে বা প্রশংসা শুনে থমকে যাওয়ার সময় নেই তেমনি কোনো কর্মীরও থেমে থাকার জো নেই তাকে কাজটি চালিয়ে যেতে হয়।

ভালো কাজ সেইটিই যেইটি অধিকাংশ লোক দ্বারা গ্রাহ‍্য বা তাদের কাজে লাগে, সেই কাজটিই করা বিরতিহীন হৃদয় আর অংক মিশিয়ে।