যারা ভালোবাসে
শুভেশ চৌধুরী
এক
শুধু গোত্তা খায় আকাশে
একসময় প্রাণের সাথে প্রাণ জড়িয়ে যায়
ভোকাট্টাও হয়
প্রপাত ধরণীতলও হয়
ভালোবেসে
দুই
ভালোবাসলে ভোল পাল্টে যায়
সুশ্রী
সুন্দর হয়
সহসা রাগও করেনা
মনে মনে সুর খেলা করে
সে যে ভালোবাসে
তিন
যারা ভালোবাসে
তাহারা শাস্তিপ্রাপ্তও হয়
ভালোবাসলে অন্যায় সহ্য হয় না
ইহাই তাহাদের অপরাধ
চার
ভালোবেসে অনেকেই মরে যায়
ভালোবাসাই যে মরা
প্রেমে
ধরা
শুভেশ চৌধুরী
কি ধরবো তা জানি
কি ধরবো না তাও জানি
আগে ছাগল ছিলাম
এখন মানুষ
ছাগলের সঙ্গে পাগলের সম্বন্ধ আছে
আমার পা গোল নয় সমবেত আধিকারিকদের
বলেছিলাম
দৃষ্টিতে আঙুর আছে
লাফ দিয়ে পারি না
কিনে খাই
সবুজ ভালো লাগে
নীল ভালো লাগে
লাল গেরুয়াও ভালো লাগে
কোন রংকেই বাদ দিতে পারিনি