বৈদূর্য্য সরকারের কবিতা

বৈদূর্য্য সরকারের কবিতা

মোচ্ছব

বৈদূর্য্য সরকার


আয়োজকের নানারকম ছক থাকে, মারপ্যাঁচে
বাধ্য তরুণ কবির পাশে মধ্যবয়স্ক ললনা
সম্মানীয় বুড়ো কবি এবং দলদাস সঞ্চালক…
সবাই মিলেই তৈরি একটা প্রক্রিয়া, যার দ্বারা
যোগ্যকে ক্রমশ অনভিপ্রেত গুজবে কোণঠাসা
করে ফেলা, কমিউনে শুরু হয় ভূতের কেত্তন!

আমার কতজন্মের সাধ ছিল গোটা বাংলায়
ঘুরে ঘুরে কবিগান কিংবা যাত্রাপালা ধরনের
কিছু পুরনো উপন্যাসের ধাঁচে, জীবনের টানে।
চারদিকে বিনামূল্যের কবিতা উৎসব দেখে
কেন যেন আজকাল হাসি পায়, যেখানে শুধুই
বিনোদন, সাবেক ‘কবি’ কীভাবে জোটাবে খোরাকি!