
এবার শীতের জড়ঘুমে
সুবীর ঘোষ
ভালো নেই একা নারী; পুকুরের জলেও থাকে না স্রোত;
অবেলায় দুটো ভাত; যন্ত্রণার কাঁটা ফোটে পায়ে।
শিমের লতার নীচে জল দেয়; এবার শীতের জড়ঘুমে
লণ্ঠনের কালি চেঁছে অনুযোগ মেনে নেবে হাতে।
ভালো ছিল একা নারী রঙতুলি হারিয়ে ফেলেও;
কবে যেন বৃষ্টিপাত ? শেষবার ঘন বৃষ্টিপাত!
সন্ধে জুড়ে সোঁদা গন্ধ; মন্দিরের কুঁড়েমি ভাঙেনি,
আশ্চর্য শীতের রাতে কুয়াশারা বেলুন ফাটাত।