অজিতা চৌধুরীর কবিতা

অজিতা চৌধুরীর কবিতা

উত্তর হেমন্ত

অজিতা চৌধুরী

হেমন্ত জড়িয়েছে দেহ
ডাল পালা মাথা থেকে পা ,
আপাদমস্তক — ধূসর বিকেল
বিদায় শেফালি ! পড়ন্ত রৌদ্র খেলায়
বাজে সানাই। আজও অপেক্ষায়,
শুকনো মালা

চৈত্রের ঝরা পাতা —-
এসেছিল নবীন মুকুল ,
বেগবতী বন্যা
চলে গেল, একূল ভাসিয়ে

পৃথিবী

অজিতা চৌধুরী

রোদ বৃষ্টি, আলো অন্ধকার
ভালো, মন্দ —
মানুষ ও পৃথিবীর
ক্রমশঃ বিস্ময় —
সূর্য ডুবেছিল, উঠেছিল চাঁদ
শান্ত পৃথিবী

সর্বংসহা ধরিত্রী মাতৃসমা
যুগে যুগে বস্ত্রহরণ
বজ্র, ত্রিশূল, খড়গ
প্রতিঘাত, প্রতিশোধ
নির্দয় আঘাত —
প্রার্থনা, বরাভয়