এ কোন স্রোত – শুভেশ চৌধুরী

এ কোন স্রোত – শুভেশ চৌধুরী

এ কোন স্রোত

শুভেশ চৌধুরী

ভালো কথা বলতে পারবেন না। ভালো কথা বিকায় না।
কিন্তু এমন দিন আসবে
উন্নত দেশ গুলোর মতো ভালো কিছু পাবেন
ভবিষ্যতবাণী।
যে দেশদগুলোর সব কিছু আছে কিন্তু সব কিছু কলুষিত তাদের কলুষ মুক্ত হবে।
অনুন্নত আধা উন্নত দেশগুলোর মানুষ যুদ্ধ করছে নিজেদের আত্মমর্যাদার জন্যো।
কেননা কেউ ছোট ছিল না
তাদের হৃত গৌরব ফিরে পাবার জন্য আজ চেষ্টা করে যাচ্ছে।
পৃথিবীর অধিকাংশ দেশগুলো ঔপনিবেশিক শাসন এর প্রভাবে ছিল
আজ তাহারা কেন যাহা সবকিছু ভালো তাহা চাইবেন না
তার জন্য চাই রাজনৈতিক সামাজিক অর্থনীতিক সদিচ্ছা।
দিন দিন চেষ্টা আছে
গণতন্ত্রের ভাষা ও এগিয়ে যেতে হবে
আর ব্যাক্তি দশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা ও ভাবতে হবে
সর্বোপরি একজন নিজেকে বিশ্বনাগরিক হিসাবে ভাবতে হবে তাহলেই অনেক সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যাবে।
আজই পৃথিবী অনেক গোল হয়ে গেছে পৃথিবী আরো আরো গোল হবে এটাই স্বাভাবিক
অনেক বাধাই দূরে সরে যাবে সেদিন।