সময় – প্রসেনজিৎ রায়
সময় (ছোটোগল্প) প্রসেনজিৎ রায় ধর্মপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে সবুজ …. অনেক বছর পর প্রিয়া ফোন করেছে দেখা করার জন্য। প্রায় ২৮ বছরের বিরতি। জীবনের প্রথম প্রেম প্রিয়া। কলেজ জীবনে যৌবন পূর্ণতা প্রাপ্তি লাভ করেছিল সবুজের এই প্রিয়ার ভালোবাসাতেই। বাড়িতে জানাজানি হয়েছিল; কেউ অমত করেনি। সব মোটামুটি ঠিকই ছিল, সবুজ নিজের পায়ে দাঁড়ানোর পর বিয়ে হবে তাদের। কিন্তু শেষ অবধি সেই সময়টুকু পায়নি সবুজ। কলেজ পাশ করতে না করতেই হঠাৎ করে প্রিয়া একদিন জানালো তার…