সংস্কৃতি ও ঐতিহ্য – সোমা মুখোপাধ্যায়
সংস্কৃতি ও ঐতিহ্য সোমা মুখোপাধ্যায় আমরা ভারতবাসী, পরে আমরা পশ্চিমবঙ্গবাসী, ও আরো পরে আমরা বাঙালি। বাঙালি জাতির চলনে-বলনে, কথাবার্তায়, পোষাক পরিচ্ছদে, খেলাধুলায়, আমদে-প্রমোদে প্রতিটি মুহূর্তে তার সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। বঙ্গ সংস্কৃতির প্রাণকেন্দ্র তার ধর্ম। ধর্ম যেমন সমাজের চালিকা শক্তি; তেমনই ধর্মকে কেন্দ্র করে ক্রমশ বিকশিত হয় সংস্কৃতির বিশাল ধারা। ধর্ম নির্দিষ্ট শিক্ষার উদ্দেশ্য এই যে, তাহার অনুগমণ করিয়া আমরা পবিত্র, প্রেম, মন্ডিত নম্র ও নিঃস্বার্থ হইব। সকল ধর্মই এক। মূল দেশে তারা বিভিন্ন নয়। প্রত্যেক ধর্মই তার…
