ধোঁকা – গুলশন ঘোষ
ধোঁকা (ছোটোগল্প) গুলশন ঘোষ সেদিন সকলের অনুরোধে শেষ পর্যন্ত এক প্রকার ব্যধ্য হয়েই ফোন করছিল বিমল। ‘This number is busy’ – শোনা মাত্রই ফোন কেটে দিল। আমাদের সকলের চাপা কৌতূহল। মৈনাক বিমলকে জিজ্ঞাসা করে — কি রে ফোন লাগল? দূর ছাই, busy, busy বলছে — বিমল এই কথা বলেও আর একবার ট্রাই করার পর হ্যান্ডসেটটাকে বেঞ্চের উপরে রেখে দিয়ে লো বেঞ্চে বসে পড়ে। কিছুক্ষণ পর আমি বললাম, আর একবার দেখ না। বিমল আমার অনুরোধে…