কাঞ্চনজঙ্ঘা ও তার স্রষ্টার সাথে কিছু কথা – উম্মে রোমান
কাঞ্চনজঙ্ঘা ও তার স্রষ্টার সাথে কিছু কথা উম্মে রোমান পত্রিকার পাতা হতে শুরু করে অনলাইন পোর্টাল সব জায়গা ছেয়ে গেছে পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘার আবির্ভাব নিয়ে…. স্বপ্নালু চোখে তাকিয়ে থাকি — বাহ! কি অপার্থিব সৌন্দর্য! বিস্ময়ে মুগ্ধতায় অভিভূত হয়ে রই। দিব্যচক্ষু লাভ করে নিজেকে দেখতে পেলাম হিমালয়ের পাদদেশে ট্রেকিংয়ের জন্য প্রস্তুত হচ্ছি, সামনে সকালের রোদে সোনারঙ ধারণ করা কাঞ্চনজঙ্ঘার হাতছানি….. কল্পনা বেশিদূর স্থায়ী হয়না। রূঢ় বাস্তবতায় ফিরে আসতে হয়। ডায়রি খুলে ব্যথাতুর হৃদয়ে তাই লিখে ফেললাম: এ জীবদ্দশায় একবার হলেও…
