শাব্দিক বইমেলা সংখ্যা ২০২৫ – স্বাতী ধর
শাব্দিক বইমেলা সংখ্যা ২০২৫ স্বাতী ধর শাব্দিক, কবিতা ও কবিতা শিল্পের কাগজ, আগরতলা বইমেলা সংখ্যা ২০২৫। শাব্দিক মূলত কবিতার কাগজ, তিন দশকের ওপর হল ত্রিপুরা থেকে প্রকাশিত হয়ে চলেছে কখনো লিফলেট আকারে কখনো বইয়ের আকারে কবি সনজিৎ বণিকের সম্পাদনায়। এখন হয়তো অনিয়মিত ভাবে বেরুচ্ছে, কিন্তু কোথাও কখনো আন্তরিকতার ঘাটতি পড়েনি। এবারের সংখ্যাতেও তার প্রমাণ। এবারের সংখ্যাতে মোট বারো জনের কবিতা আছে। তারা হলেন সনজিৎ বণিক, দিন্সি দে, আশিষ ভট্টাচার্য, অনিল কুমার নাথ, জীবন কুমার সরকার, অঞ্জন কুমার বণিক, ভবানী…