মানব প্রেমিক – সুদীপ ঘোষাল
মানব প্রেমিক (ছোটোগল্প) সুদীপ ঘোষাল বাসে উঠেই একটা লোক এক সুন্দরী মহিলার পিছনে দাঁড়ালো। বাসে বেশ ভিড়। এই লোকাল বাসগুলো একদম, যাকে বলে নড়বড়ে। খাটালা বাস দুলতে দুলতে চলেছে। লোকটি আরামসে পিছনে দাঁড়িয়ে। কোনরকমে ব্যালেন্স রেখে দাঁড়িয়ে আছেন। বাসের কুড়ি জোড়া চোখ কমপক্ষে নজর রাখছে। মহিলাটি গর্জে উঠলেন, সকালে উঠেই গাঁজা সেবন করেছেন মনে হয়। একটু সরে দাঁড়ান। নিজের পায়ে দাঁড়াতে শিখুন। লোকটি সরে দাঁড়াল। কিন্তু ব্যালেন্স রাখতে পারছেন না ভিড়ে। আমি দূরে ছিলাম। বুঝলাম,লোকটার কপালে কষ্ট আছে।…