নৌকোদেবতা – বিজয়া দেব
নৌকোদেবতা বিজয়া দেব সব পাপ, সব পাপ, এত পাপ কি সয় ? তাই তুমি রুষ্ট হয়েচ। তাই তোমার ক্রোধ হয়্যেছে। কি করলে এত সব পাপ যাবে বলো দিনি। এই জন্মে বুঝি এই পাপ ঘুচবার নয় ? এত বড় শাস্তি কেন দিলে প্রভু ? হাঁটু গেড়ে ঘাটে বাঁধা নৌকোর কাছে হাতজোড় করে বসে আছে রুইদাস ও মিলা। হাউহাউ করে কাঁদছে। বয়েস তাদের দেহে কামড় বসিয়েছে খুব, শিরাগুলো কুঁচকে যাওয়া চামড়ার ভেতর থেকে উঁকি মারছে। ঘাটের পাশে অনেক লোক জড়ো হয়েছে।…