বিশ্বজিৎ দেবের কবিতা
তোমার শহরে ঋতু বিশ্বজিৎ দেব এসব ঘুমের প্রলাপ আমিও তোমাকে বলেছি, সকাল হবার আগে যা ফুরিয়ে গেছে প্রতিদিন জলীয়বাস্প ঠাসা জুনের বাতাস দৌড়ে এসেছে সেও, ঠান্ডা জুসের ভেতর ঘনিভুত মেঘেরা নেমেছে স্মরণিকা, তোমার মতই এসব একান্ত মোড়ক মাথা নীচু, ভেতরে অনন্ত গিটকিরি! অক্টোবরের কবিতা বিশ্বজিৎ দেব গভীর নিম্নচাপ থেকে উঠে এসে ফের ক্রমশ হাল্কা হয়ে যাওয়া বাতাসের বেগ, তোমারও কি এই থেকে শুরু গ্রামের বিবাহবিচ্ছিন্ন সব মেঠোপথগুলিও যেন আজ নতুন করে ‘তরুণ অপেরা’ মলাটের নীচে ঢুকে পড়া কাশফুল তোমারও…