মা – শুভেশ চৌধুরী

মা – শুভেশ চৌধুরী

মা

শুভেশ চৌধুরী

তুমি সুন্দরী বা সুন্দরী নও এই সব কিছু নয়
তুমি মা
কোমল পঞ্চম
তোমার স্বরে আমি সুর মিলিয়ে যাই
আর দেখি সরগম আমার সুরে সুরে
মন দুলিয়ে তোলে। বুঝি শুধু তোমার সৌন্দর্যের ব্যাখা হাজারটি দেয়। তোমার গুণাবলী তোমার পাঁচালি আমার সব
আমার সব গো মা জননী