
পুঁটলি-পোঁটলা
শুভেশ চৌধুরী
পুঁটলি-পোঁটলা বগল দাবা করে অনেক অনেক লোক গ্রাম সীমানা পেরিয়ে যায়। তার ইচ্ছে ওই পুঁটলি থেকে বেরিয়ে আসবে সোনা দানা। একাডেমিক পারফরম্যান্স। সিঁধবাদের মতো তার জাহাজ ভাসবে ভাস্কো দা গামার মতোও। তিনি পৌঁছাবেন তার লক্ষ্যে। নতুন দেশ তিনি খুঁজে বের করবেন। অনেক দেশপ্রদেশ তার এই ভাবে ভ্রমণ হয়। নিজের দেশ — হৃদয়ে তিনি ফিরে আসেও। আবিষ্কার করেন অনেক মশলাপাতির সুগন্ধ। অনেক মানুষের সৌন্দর্য তার উপলব্ধিতে। বুঝতে পারেন অচলায়তন ভেঙে পড়ে, পড়েই — নতুন কিছু গড়ছে।