
অভিজিৎ
অভিজিৎ চক্রবর্তী
অভিজিৎ নামে অজস্র লোক আছে পৃথিবীতে
তারা ঘুষ খায়, গান গায়, চুরি করে
কবিতা লেখে,
বীমা কোম্পানির দালালি থেকে পার্টি অফিস বেশ্যাঘর থেকে মুদি দোকান সব সামলায়
এমন একজন লোক পাওয়া বিরল
যার সঙ্গে কোনো না কোনো অভিজিতের পরিচয় নেই
পরীক্ষা করে দেখা গেছে যার সঙ্গে যে অভিজিত পরিচিত তার কিছু প্রভাব তার উপরে পড়ে
যেমন মুক্তধারা নাটকে বাধ্য হয়ে রবীন্দ্রনাথ অভিজিৎকে ডেকেছিলেন।
কৃষ্ণদ্বৈপায়নও যদুবংশের এক রাজার নাম রেখেছিলেন অভিজিত
শেক্সপীয়র বলেছিলেন নামে কি আসে যায়
অভিজিত নামেও তাই কিছুই আসে না যায়ও না
শেক্সপীয়রের কথা মানলে অভিজিতও যা বটুকেশ্বর ভৈরবও তা
কিন্তু যখনই কোনো ঘটনা ঘটে অবাক হতে হয়
নতুন কোনো ষড়যন্ত্র বা নতুন কোনো প্রেম দেখলে বিস্ময় লাগে
কী রঙ তার কী রূপ!
ফুল ফোটানো থেকে প্রজাপতির উড়ে যাওয়া
তোমার চোখের সৌন্দর্য থেকে কঙ্কালীতলার পূজা
সবখানেই ভাসমান অণু পরমাণু
আসলে অভিজিত একটা মৃত নক্ষত্রের নাম
মরে যাবার সময় যার থেকে অজস্র কণা ছড়িয়েছিল মহাবিশ্বে
প্রতিটি ব্যক্তির ভিতর তারই ছায়া
তারই অগ্নিশিখা
এখন তুমি সে আগুন নিয়ে ছিনিমিনি খেলতেই পারো