গরীব – শুভেশ চৌধুরী

গরীব – শুভেশ চৌধুরী

গরীব

শুভেশ চৌধুরী

গরীব থাকতে চাই না। ধনী হতে চাই। মনে ধনী। ধনে ধনী।
নিশ্চয় সবাই চায়। আপনিও চান।
মনে ধনী হলে মনের জগৎ বিস্তৃত হয় — জ্ঞান অর্জন ও হয়, অর্থ ও আসে।
ধনে ধনী হলে চিকিৎসা শিক্ষা বেড়ানো ভ্রমণ বা বিনোদন এর সুযোগ তৈরি করে দেয় ও জীবন এর নিরাপত্তা ও দেয়।
যাহা হউক
মন ও ধন দুটোকেই প্রাধান্য দিতে হয়।
মনকে বিস্তৃত করুন
ধনকে বাড়ান।
গরীব থাকতে ভালো লাগে না রাস্তার ধারে
অনন্ত ক্ষেতের ভেতর কেবল কুড়মুড় কুড়মুড় চাঁদ