পাপ
সমর চক্রবর্তী
পুণ্য এই তীর্থে এসে
দেবীর অঙ্গবস্ত্রে তুমি
মোটেই স্পর্শ করো না।
ধূপের সুতীব্র গন্ধে ঢাকা
আঁধার প্রকোষ্ঠে
বুঝে ফেলবে তুমিও
পাথরের মূর্তিতে
তিনি একজন —
নগ্ন পুরুষ !
পাপ
সমর চক্রবর্তী
পুণ্য এই তীর্থে এসে
দেবীর অঙ্গবস্ত্রে তুমি
মোটেই স্পর্শ করো না।
ধূপের সুতীব্র গন্ধে ঢাকা
আঁধার প্রকোষ্ঠে
বুঝে ফেলবে তুমিও
পাথরের মূর্তিতে
তিনি একজন —
নগ্ন পুরুষ !