সমর চক্রবর্তীর কবিতা

সমর চক্রবর্তীর কবিতা

পাপ

সমর চক্রবর্তী

পুণ্য এই তীর্থে এসে
দেবীর অঙ্গবস্ত্রে তুমি
মোটেই স্পর্শ করো না।
ধূপের সুতীব্র গন্ধে ঢাকা
আঁধার প্রকোষ্ঠে
বুঝে ফেলবে তুমিও
পাথরের মূর্তিতে
তিনি একজন —
নগ্ন পুরুষ !