কবিতার ছায়া
সন্তোষ রায়
সারাজীবন একসাথে কাটিয়ে এখনো জানলে না
কবিতার পদবী কী। কবিতা কবিতা ডেকে ডেকে
সারাদিনমান — উঠতে বসতে কবিতা, শ্বাসে প্রশ্বাসে কবিতা, ঘরে একমুহূর্ত না থাকলে যেন জীবন শূন্য, প্রাণশূন্য ঘর। কবিতা কি নমঃশূদ্র? নাকি মাহিষ্য দাস, তেলীপাল? না কি কায়স্থ? ব্রাহ্মণ? না কি জনজাতি? না কি কাহ্নকৌব্জ থেকে আগত কৌলীন্য। কিছুই জানলে না, তার বংশ পরিচিতি,আদি বাসস্থান এমনকি জন্মবৃত্তান্ত
কিছুই না, কিছুই না। ঘরে তোলার আগে দেখলে না তার মুখ, গায়ের রঙ, স্বাস্থ্য, উচ্চতা — তোমার সাথে মানাবে কি না, লোকেরা বলতে পারবে কি না — মেড ফর ইচ আদার! তুমি এসবে মাথা ঘামালে না, সবকিছুকে পাশে ঠেলে জীবনকে পুঁতে দিলে কবিতার ছায়ায়।