কৃষ্ণচূড়া
ভবানী বিশ্বাস
আমাদের দেখা হয় না অনেকদিন
আমাদের কথা হয় না অনেকদিন
নীরব হয়ে আছি দু’জন
আকাশে পাখির মতো উড়ছে ঘুড়ি
লাল নীল সবুজ…
বাতাসে ভেসে আসে গন্ধরাজের সুবাস।
এভাবে পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকলে
এসব কিছুই মনে পড়ে না আমার
শুধু পাড়ের গাছ থেকে একটি কৃষ্ণচূড়া জলে পড়লে বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে!