ভোট (অনুগল্প)
ব্রতীন বসু
কল্কে পাড়ার ওসি ভৃঙ্গিবাবুর পায়ের ছাপটা খুব মিষ্টি। যে দিক দিয়ে হেঁটে যান পিঁপড়েতে থিকথিক করে।
সেদিন গাঁজা পাড়ায় ভোট। ভৃঙ্গিবাবুর ডিউটি পড়েছে।
পিঁপড়ের দল পেছন পেছন গেল।
হঠাৎ ভৃঙ্গিবাবু দেখলেন সামনের নোনতা মিষ্টান্ন ভাণ্ডার খোলা। পিঁপড়েরা ওনার পায়ের ছাপ ফেলে দলে দলে সেদিকে ছুটছে।
উনি রাগে গর্জন করতে করতে গিয়ে হাজির হলেন।
মিথ্যুক, নাম দিয়েছিস নোনতা মিষ্টান্ন ভাণ্ডার আর এমন মিষ্টি বানাচ্ছিস যে আমার পায়ের ছাপ খেয়ে বড় হওয়া পিঁপড়েরা আমাকে ফেলে তোর দোকানে আসছে।
দিলেন সপাটে এক চড় মালিক নন্দীবাবুর গালে।
সেই থেকে কল্কে আর গাঁজার লড়াই।
অবশেষে অথৈ জলে হাবুডুবু খেয়ে নেশাখোর ভোলানাথকে মায়ের মন্দিরে হত্যে দিয়ে নন্দী-ভৃঙ্গির ঝামেলা মেটাতে হল।
সব হল, কিন্তু পিঁপড়েরা আর ফিরলো না কল্কে পাড়ায়।