শিক্ষা
ব্রতীন বসু
একবার কাছে আসবে?
ও বলল কেন?
তোমাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়।
ও বলল, আমার গায়ে অনেক কাঁটা।
জানি, তবুও।
ও বলল, আমি তো নরম নই, কেন ডাকছ ?
আমি তোমার মত হতে চাই।
ও বলল, তোমার আমার পার্থক্য কি?
গোপন তৃষ্ণা। আমার বালির কাছে কোন চাহিদা নেই, তুমি কিভাবে এখনো চাও, জানবো।
নারীটা এলো ক্যাকটাসের কাছে।