নতুন জাদুঘর
সন্তোষ রায়
আমি হাঁটি
আগরতলাও হাঁটে।
হাঁটতে হাঁটতে আখাউড়া বর্ডার,
এখানেই পথের শেষ। তারপর ফিরে চলি—
ডানে বাঁয়ে রামনগর জয়নগর প্যারীমাস্টারের বাগান। এখন বাগান ভরা অট্টালিকা, অট্টালিকায় মরশুমী ফুল।
আগরতলা উপর দিকে চায়
মাথায় কোনো মুকুট নেই তার।
ফার্স্ট গেইট নেই, লালমহল নেই, আস্তাবল নেই, সোনার সিংহাসন নেই, রাজাও নেই।
আমরা এখন সবাই প্রজা।
আগরতলা ও আমি গলাগলি করে হাঁটি পুরাতন হাবেলী থেকে স্মার্টনগরী।
আসতে যেতে দেখি, প্রজারা দলে দলে খেলছে বুবাগ্রা বুবাগ্রা খেলা।
চমৎকার এই লোফালুফির খেলাটি আমি আর আগরতলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি