লড়াই – গুলশন ঘোষ
লড়াই (ছোটোগল্প) গুলশন ঘোষ বিয়ের ১১ মাস পর পিউ যখন শ্বশুরবাড়ি থেকে চলে এলো তখন সে ১০ মাসের অন্তঃসত্ত্বা। কয়েক সপ্তাহ পর এক পুত্র সন্তানের জন্ম দিল পিউ। সে যখন ক্লাস সিক্স-এ – তখন তার বিয়ে হয়ে যায়। বয়স ১৩। বন্ধ হয়ে যায় লেখাপড়া। পিউ তখন ছোট। অজানা এক জ্বরে কিছু দিন ভুগে মারা গিয়েছিল তার বাবা জগন্নাথ ভট্টাচার্য। তিনি ছিলেন নবাসনের যজমান। সংসার তাঁর একার হলেও সদস্য নেহাত কম নয় — স্ত্রী, দুই…