web site creator

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]


কবিতা            Home      
সমিত ভৌমিকের দুটো কবিতা 



একটা বিরহ পর্ব, একটা কালো রাত আর আমি 

একটা বিরহ পর্ব আর একটা কালো রাত নিয়ে
শুয়ে আছি মরা নদীর জংলি ঘাটে
মেঘলা আকাশ গর্জে ওঠে, জ্বলে ওঠে
তারপর বৃষ্টি এসে ধুয়ে দেয়
জীবনের সব অসমাপ্ত নিরাকার ডায়ারি।

ঘুপচি থেকে পোকারা ডাকে
মাথার ওপর গাছটায় একটা প্যাঁচা
জল কাঁদার ঝাউ জঙ্গলে ব্যাঙের রব।

হাজারটা বিষাক্ত তির বুকে নিয়ে আমি শুয়ে আছি
চোখের আড়ালে কালো অতীত জ্বলজ্বল করে
চোখের সামনে অন্ধকার গাঢ় হয় ক্রমশঃ
দেখে নিও তোমরা, আমি তবুও শুয়ে আছি, নির্বিকারে।



তোমার উঠোন

এই নাও উড়িয়ে দিলাম
অসমাপ্ত পাণ্ডুলিপি
তোমার উঠোনে

গুছিয়ে নিও
নিজের মত
মিঠে আদরে

মাঠের ফসল আনবে তুলে
খেয়ালি পারদ
লতা পাতার ভিড় সরে, আসুক শরৎ।

  
                                                  HOME

[এই লেখাটা শেয়ার করুন]