mobile website software

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]


ছড়া            Home     
স্বপন কুমার দাস


কনে দেখা

একটুখানি হাসো তো মা, দাঁত দেখি।
একটুখানি হাঁট তো মা, পা দেখি।
গান জান মা ? ভজন, কীর্তন ?
লেখা পড়ায় মাথা কেমন ?
রান্না-বান্না শিখলে কিছু ? আছে তাতে মন ?
বলতে পার কচুর শাকে কিসের হয় ফোঁড়ন ?
সেলাই ফোঁড়াই জান কিছু ? বাঁধতে পার চুল ?
নিত্য পুজোয় কোন ঠাকুরকে কয়টা দেবে ফুল ?
ছেলে আমার চাকরি করে পিওন পুরসভায়
মাইনে একটু কম হলেও উপরি ভালই পায়।
ছাই দিয়ে মুখে শত্রুর
ছেলে আমার রাজপুত্তুর।
একটুখানি ভীতু তবে চলে সবার আগে
গুণের কথা বলতে গেলে ঘন্টা তিনেক লাগে। 
যৌতুকের ধার ধারে না
পণ করেছে, পণ নেবে না
শ্বশুর বাড়ির জিনিস নিয়ে তেমন কীই বা হবে? 
নিয়ম মত যা দেবার তা না চাইলেও দেবে।
তবু কিছু বস্তু আছে,
দিলে পরে স্ট্যাটাস বাঁচে।
মোটর বাইক, গয়না পাঁচ পদ,
লাখ দুয়েক নগদ নগদ ।
টিভি, ফ্রীজ, আলমারি, 
ভাল জাতের একটা ঘড়ি।
আর কিছু নয়, রাজি থাকলে বিয়ে পাকা করি
রাজযোটক হবে এটা বাজি রাখতে পারি ।


                                                  HOME

[এই লেখাটা শেয়ার করুন]