easy website builder software

কবিতা            Home     
রামেশ্বর ভট্টাচার্যের দুটি কবিতা ভুলভুলাইয়া

বিরহ বা মিলন --- পালাকীর্তনের
সব গানই গাইছে এখন ও-লা-লা-র
রেডিও জকিরা

সন্ধ্যামালতীর কোনও অবকাশ নেই আজ
জেনেছিল, পদাবলির নায়করা।

কোনও পূর্ব অনুরাগ নেই
কোনও ছন্দ নেই
কোনও দ্রোহ বা বিপ্লবের গন্ধ নেই

দলবৃত্ত ভেঙে ঢুকে পড়ছে অমল
ধবল হাতির মত্ততা
জেনেছে পার্টির নেতা।

শেকড়সুদ্ধ উপড়ে ফেলবে এমন
হিম্মত দেখানো আজকাল খুব কঠিন

ভুলভুলাইয়া পথে চলে গেছে
সাইবেরিয়ার পাখি, এটাও জানি।

মণিপুরী নৃত্যের ভঙ্গিমায়
হরেরাম হরেকৃষ্ণ গাইছে
শাহরুখ বা অক্ষয়

ভেজাল যজ্ঞে পুড়ে যাচ্ছে মনোরম ঘি
এইসব কথা জেনেছে তরুণ কবি।

দাসানুদাস এহেন কবি, এইসব
অভাজনেষু চিঠি

ভালো লাগে না কভু
চোখ রাঙানো ভয়, প্রীতির চতুরালি।
শরীর জুড়ে নামছে বৃষ্টি

কাল ছিলে তুমি গোলাপি আভায় মশগুল
আজ হলে তুমি নীলাম্বরী আকাশ
বিদ্যুৎ ঝলকে হাসলে তুমি লাজে
তবু, দুঃখমীন ভরা বুকের মাঝে
একদিন দেখো ভাঙবে মনের ভুল

সাহসী হলে ছুঁয়েছ তুমি কুন্তল
আকাশ থেকে নেমেছে হিমানী চাঁদ
নাভিতলে ভরে আছে মায়াবী গোপন জল
গর্ভবতীর স্তনের মতো হঠাৎ মেঘ, পরমাদ

শিয়রের কাছে ছিলেন বসে কিছুক্ষণ
মনে হলো সময় স্থির, অনন্ত চিরকাল
বুকের ঘনচুলে কাটলে ইলিবিলি
শরীর জুড়ে নামছে বৃষ্টি, সন্ধ্যে বা সকাল

কানাগলি খুঁজে পথ যে হারায়
কোথায় ত্রিবেণী সঙ্গম
হামাগুড়ি দিয়ে পথ যে মাড়ায়
হারিয়েছে সে সংযম।

চকাস-চুম্বনে মেলছে ডানা আকাশ শব্দময়
নীবার-ধানে টইটুম্বুর গর্ভ হিরণ্ময়

কোথায় হবে যে দেখা, বিন্দাস, শান্ত প্রহর
একলা ঘরে শুনছি কথা, বাৎস্যায়নের রীতি
আর, এক লহমায় খুলছে গায়ের চাদর
মন ভালো নেই, মন ভালো নেই, উদাস মতিগতি

এবার, কলশি থেকে ছলকে উঠি কৃষ্ণা গাভীর ক্ষীর
কন্দরসে ডুবছে যেন জানুর গভীর
পরাঙমুখীর বুকে বাজে পরকীয়া বাঁশি
উথালপাতাল হৃদয়-রাধা, কৃষ্ণ যে ভাগচাষি


                                                  HOME

[এই লেখাটা শেয়ার করুন]