best website maker

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]


কবিতা            Home        
নীতা বিশ্বাস



আনমনা ১

ভালোবাসার যে অবিষয়ী অন্তরঙ্গ—
ভোরাই
নদীর অনন্ত
আকাশ-প্রদীপ
তড়িৎ জানালা

যেমন চাঁদের তিথিবদলে সাগর উচ্ছল
দূর থেকে পাখিরঙ, একটা
আকাশ ভরে দেয় বুকের ভিতর-কণিকায়
শটিফুলের আলিঙ্গণে কথা শেষ হয়ে যায়

সর্ষেবাগানে ঝুম-শরাবী পেয়ালা আয়েষ

আওয়াবিল পাখির নেশানো বাসা নিয়ে
হোক না একটা শীতজমির রোদেলা...


আনমনা ২


আনমনা পেয়ে বসলো
অক্ষর ঠোক্কর খায় যত

নদীর সাজানো স্যান্ড-স্কাল্পচার
যদি দীঘলবেলা স্রোতে ধুয়ে যায়
পিপাসার্ত নদী পারে এসে চোখ মোছে

ঝাউবন শন্‌ শন্‌
ঝড় কাঁপে


আনমনা ৩


আদর এসে আস্কারা চাইলে
আমার কী দেওয়ার থাকে
এক টুকরো সায়াহ্ন ছাড়া!

সূর্যের শেষ উঁকিটা শেষ
আমায় জড়িয়ে নিয়েছে শীত- শীত
অকাতর এসে যদি ‘খুব একটা আকাশ হয়ে যাক’ ব’লে
ডাক দেয়
আমার কবিতা পায়

কেনো!


                                                  HOME

[এই লেখাটা শেয়ার করুন]