web page creator software

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]


কবিতা            Home           
দেবাশিস মুখোপাধ্যায়ের দুটি কবিতা



অক্ষর লিপি 


অতীত কথা । থামতেই চায় না । নানরা বলছে নাতিদীর্ঘ করো । রোয়িং চলছে তো চলছেই আর জলসংলাপ
পথিক । অবসর । দূরস্থ । স্থানে গাছটি । বিলুপ্ত । ছায়াবন না থাকায় মেঘছায়া নেই শুধু সূর্যমুখী
মুখিয়ে আছি । ছিন্নফুল । সূতোয় গাঁথা হবে । বেরঙ । রঙ পাবে আর শিব সুন্দর হয়ে উঠবে
বেতাল । তাল ছাড়া নয় । ছোটোবেলার নাম । নামলেই হিরো ঘোড়া ডেভিড আর ডায়না পামার
রঞ্জন বললেই যেমন রক্তকরবী আর রঞ্জনরশ্মি ছড়িয়ে পড়ে মনোরঞ্জনে



রাত্রিতে লেখা কবিতা 



রাত্রি আকাশ হয়ে গেলে
মনখারাপের বিছানা
বাস তুলে নেয়
বারমুডা ট্রাঙ্গেল ঢুকে
কাহিনী রহস্য হয়ে যায়



ছায়া ছবি পাশাপাশি বসে
বাদামের খোলা ভেঙে নেয়
অন্ধকার রঙিন হলে
পর্দায় গান আর কিছু ঘনিষ্ঠ
দৃশ্য আর অদৃশ্যে খেলা করে
ভাঙার আগে পর্যন্ত



পত্রে কোনো প্রেম নেই
মুখোমুখি কথা সেও দূর
মোবাইলে মোবাইলে শুধু
যা কিছু গোপন তারই প্রকাশ
কাশ ফুল দৃশ্যত সুন্দর
অনুর্বর জমিকে ফোটায়
ফোটোশপের অপার মহিমা


                                                  HOME

[এই লেখাটা শেয়ার করুন]