
মাইলস্টোন
সদানন্দ সিংহ
সূর্য এখন অস্তাচলে।
পাটকাঠি দাঁড়িয়ে আছে, প্রান্তরে কয়েকটা জোনাকি।
প্রবল হাওয়ার মাঝে দোলে যাবতীয় বন
দূরের ছমছম অন্ধকারে কে যেন বলে ওঠে,
কে কোথায় আছো গো, টর্চ জ্বালাও
আমি কি তবে হেঁটে গেছিলাম ওই রাস্তা ধরে ?
আমি কি তবে দৌড়ে গেছিলাম বন-প্রান্তর জুড়ে ?
এখনো বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচির মাঝে
আমরা এগিয়ে চলি, নাক বরাবর
অস্তিত্বের মাঝে এক মাইলস্টোন, ক্রমাগত বেড়েই চলে
রহস্য
সদানন্দ সিংহ
সাত্যকির চালে কোনো এক রহস্য লুকিয়ে ছিল।
বনবিবি সেটা জানে
জানে গোলাভর্তি ধান, সুখের সংসার, সোয়ামির সোহাগ,
আবার এক নিমেষেই মরহুম বাতাস,
কুদিনে সাগর সাকার।
আর আছে ক্ষণিক সুযোগের পানকৌড়ি
ডুবে ডুবে জলপান
এসব থাকে, জীবন্ত
কিংবা মৃতেরই মতো
কিংবা রহস্যেয় পুড়ে যাওয়া পান্তাভাত
(রহস্য কবিতাটি শাব্দিক পত্রিকায় মুদ্রিত)