অভিজিৎ চক্রবর্তীর কবিতা

একটি সাদা পাতার দিকে তাকিয়ে

অভিজিৎ চক্রবর্তী

একটি সাদা পাতার দিকে তাকিয়ে তুমি কী দেখো
এখানে একজন ডাবওলা মাথার ঘাম মুছে দাঁড়িয়েছেন
তার একটিও ডাব বিক্রি হয়নি
এখানে একটি মেয়ে আশঙ্কিত ফিরে গেছে
পড়ানোর ছলে তার গায়ে হাত দিয়েছে পাড়ার কাকু
এখানে একটি ছেলে তার বৃদ্ধা মাকে কাশীতে ইচ্ছাকৃত ফেলে এসেছে
এখানে একজন স্ত্রী সাগ্রহে অপেক্ষা করছেন
বহুদিন পর তার স্বামী ফিরে আসবে —
যদিও তিনি আর জীবিত নেই
এখানে একজন চোর প্রণামী বাক্সে ঢেলে দিয়েছে তিন লক্ষ টাকা
এখানে একটি শিশু চিৎকার দিয়ে কাঁদছে — ডাক্তার বলছেন আর ভয় নেই
এখানে একজন অন্ধকে রাস্তা পার করে দিচ্ছে আরেকজন অন্ধ
এখানে একজন পাগল ইতস্তত ঘুরতে ঘুরতে
উঠে পড়েছে ট্রাফিক পয়েন্টের মাথায়
তার কাজ জোছনার ভেতর একাকী রাস্তায়
সবাইকে পথ করে দেওয়া
একজন কবি তাকিয়ে আছেন শূন্যলোকে
তার মাথার উপর ডানে বাঁয়ে কোটি কোটি তারা
যারা হয়তো আদৌ কোথাও কেউ আর নেই

আমার যা আছে

অভিজিৎ চক্রবর্তী

আমার ভয়ের নাম তালগাছ
নির্জন প্রান্তরে দীর্ঘ দাঁড়িয়ে থাকে

আমার অসহায়তা মাছের চোখ
একটি একটি কোপের ভেতরেও শব্দহীন চেয়ে থাকে

আমার ঘৃণার নাম ক্যাকটাস
প্রবল মরুতেও জল ধরে রাখে

আমার বেঁচে থাকা নিবিড় শামুক
খোলের ভেতর কেবলই লুকিয়ে যায়

আমার প্রণয় শুধু ঘোড়ার কেশর
সারাদিনরাত ঘোরাঘুরি করে