শুভেশ চৌধুরীর কবিতা

চমৎকার

শুভেশ চৌধুরী

এই যে রাতের খাবার খেলাম তার চেয়ে
চমৎকার আর কিছু না
ইহা একজন সাচ্চা মানুষ হওয়ার চেয়েও চমৎকার
যদি হতাম একজন বড় কর্পোরেট তার চেয়েও চমৎকার
কারণ আমি রাতের খাবার নিয়েছি
আরেকটি দিনের পুষ্টি নিয়েছি
এই সমস্ত ঘটনার থেকে গ্লানি মুক্ত আপনারাই করতে পারেন —
যদি আপনাদের বিচারে তা
নিজস্ব উপার্জন থেকে খাওয়া হয়ে থাকে


অসম্ভব

শুভেশ চৌধুরী

অসম্ভব এর পায়ে মাথা কুটে দেখেছি
তা সম্ভব
এই ভাবে বদল হয়ে গেছে আমার চরিত্র,
আমার গায়ের রং
অভ‍্যাস
বিশ্বাস করতে ভালো লাগছে আতা গাছে আম
বিজ্ঞান সম্ভব করে ফেলেছে


যতোটা পারি

শুভেশ চৌধুরী

দৃষ্টি কে স্বচ্ছ করে তুলতে
ফটো তুলে সৌন্দর্য কে প্রকাশ করতে
ভালো কথা বলতে
ভালো কথা শুনতে
কপিল দেবের স্বপ্ন সফল দিনটি বার বার খোদাই করতে
বৃষ্টির জন‍্য মেঘকে জড়ো করতে
রাত শেষ হয়ে যাবে নতুন দিন ও আসবে —
যতোটা পারি সত‍্যসুন্দর থাকতে — প্রতিটি দিন