সদানন্দ সিংহের ছড়া

ডিজিটাল

সদানন্দ সিংহ

থ্রী-জি থেকে ফোর-জি,
এখন আবার ফাইভ-জি,
ধাই ধাই ধিন তা।
আনন্দতে নাচি,
পরমানন্দে বাঁচি,
বদলে ফেলুন বন্ধু মোবাইলটা।

গড়গড়িয়ে ছুটবে,
দেশটাও নাকি এগোবে,
থাকবে না কেউ ন্যাংটা।
সোশ্যাল মিডিয়া অবতার,
প্রেমালাপের ঝংকার,
বা খামচি খিস্তি ঘন্টা।

বাবুদের খুশিতেই খুশি,
গরীবের এই-ই বেশি,
হাসে কেবল প্রাণটা।
মোদের থাকুক টু-জি,
জীবনটাই যে হিজিবিজি,
বেঁচে থাকুক তবু দেশটা।