প্রতিশোধ – সমিত রায় চৌধুরী

প্রতিশোধ         (অনুগল্প)

সমিত রায় চৌধুরী

ঘরে ঢুকেই ঘরের আবহাওয়াটা বিবেক বুঝতে পারল। বেশ থমথমে পরিবেশ। ভাস্বতী সোফায় বসে কটমট করে কেয়ার দিকে তাকাচ্ছে। কেয়ার চোখে জল। বিবেককে দেখেই ভাস্বতী বলে উঠল,
“জানো কেয়া কি করেছে?”
বিবেক চুপ। ভাস্বতী বলতে থাকল,
“সুদক্ষিণার মা আজ বলল, সুদক্ষিণার টিফিন বক্স থেকে কেয়া টিফিন খেয়েছে।”
বিবেক বলল, “মা তুমি এমন ভাবে অন্যের টিফিন খাও কেন?”
ভাস্বতী বিবেককে চুপ করিয়ে বলল,
“সেটা কথা নয়। সুদক্ষিণার টিফিনে ছিল মাশরুম দিয়ে পোলাও। “
বিবেক আস্তে আস্তে জিজ্ঞেস করল,
“তারপর?”
“তোমার মেয়ে বলে এসেছে, পোলাওটা কি স্বাদ হয়েছে। আমার মা পোলাও করলে হয় প্যাঁচ-প্যাঁচে নরম, না হয় কালো পোড় খাওয়া।”
বিবেক অনেক কষ্টে হাসিটা চেপে কেয়ার দিকে তাকালো।
কেয়ার মুখে কোনো উত্তর নেই।
ভাস্বতী এবার কেয়াকে জিজ্ঞেস করল,
“সেদিনও তো তুই আমার রান্না করা পোলাও চেঁটেপুটে খেলি। সবসময় বলিস আমার হাতের পোলাও তোর খুব ভালো লাগে। তাহলে স্কুলে এমনটা বলিস কেন?”
কেয়া ভয় মিশ্রিত স্বরে উত্তর দিল,
“গত রবিবারে জ্যাঠুর বাড়িতে সবার সামনে তুমি কেন বলেছিলে যে আমি পড়াশুনা করিনা। গান করতে পারিনা। ছবি আঁকতে পারিনা। আমার কি মানসন্মান নেই?”
মেয়ের জবাব শুনে বিবেক ও ভাস্বতী দুজনেই বাকরুদ্ধ!