রহিত ঘোষালের কবিতা

ভাড়া বাড়ি

রহিত ঘোষাল

লাল জমিনের উপর সাদা ঘরানার শাড়ি,
সয়াবিনের মতো দুপুর বেলায়
ফুলে ওঠা ঘড়ির চাবি হয়ে
কব্জির বিন্যাস করে
পরিবহনের অপেক্ষা।
বিয়ের পর প্রথম আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছিলাম,
আজ দেখলাম ওই পাড়াতে গিয়ে বাড়িটা ভাঙা হচ্ছে।
তারপর তো আমরা উঠে গেছি এক মহাকাশ থেকে অন্য মহাকাশে, তুমি হয়েছ অমর্ত্যগামিনী, অষ্ট সখীর পেছনে পেছনে নবনীতা।
আমাদের সেই ফেলে আসা ৮/৩ এর সংসার স্মৃতি।

রুম ফ্রেশনার

রহিত ঘোষাল

আগে কোনো কথা হয়েনি,
তার পর একদিন অনেক কথা হলো।
তোমার ঘরে অসুবিধে
আমার ঘরেই হোক।
আমার ঘরে রুম ফ্রেশনার আছে।
এত ধুলো কিসের?
ধুলো নয় সময়।
ধুলো কোথায় ?
আমার কপালে
তোমার কপালে আমি আছি তো?