কিশলয় গুপ্তের কবিতা

চারুলতা রায়

কিশলয় গুপ্ত

সমুদ্র তাক করে দৃষ্টি বিলিয়ে দিলে
চারুলতা – বলো কি পেলে?
আমি তো এখনও একা
ঝিনুকে অন্তরালে মুক্তার দেখা
পেতে আঁকড়ে আছি পৃথিবীর মাটি

চারুলতা রায় – শীতলপাটি
জড়িয় স্বজনেরা অনেকদিন
অন্ধকার কঠিন
নোনতা স্বপ্ন সমাধি মাড়িয়ে
চলে গেছে পার্থিব সবকিছু ছাড়িয়ে।

আমি শুধু বসে আছি – ভালোবাসায়
তুমি তো আসবেই চারুলতা রায়।