শুভাশিস চৌধুরীর কবিতা

প্রেম

শুভাশিস চৌধুরী

আমি তো দাঁড়িয়ে আছি ঝড় জলে
আসবে সে বলেছে তো নিজে যেচে
ছাতা সাথে আনিনি তো সেই ছলে
অনির্বার ধারা মোরা যাবো সেচে।

ন হন‍্যতে

শুভাশিস চৌধুরী

তোমরা যারা রূ-কেই ভালোবেসেছো
কখনো কি ভেবেছো মির্চাও মানুষ।

তার জন্য ছিল না ভালোবাসা শুধু একটা শব্দ।
কখনো বলেনি সে রূ-কে ছিনিয়ে নিতে চায়।
যে রূ তাকে সঁপে দিয়েছিল সব,
সেও তো একটা রক্ত মাংসের মানুষ।
দেহসুখ দিয়েছিল নিংড়ে যারা তারাও যে
ভালোবাসেনি মির্চাকে সেকথা তো জেনেছি আমরা।
শুধু অশরীরী ভালোবাসা দিয়েছিল বলেই কি
তাকে বিরাগভাজন হতে হলো রূ-দের কাছে?

এই প্রশ্ন কুরে কুরে খায় শতাব্দীভর।
তারপর যখন ভলোবেসে খুঁজে নেয় রূ তার মির্চাকে,
বাতাসে অনুভব করে দীর্ঘ বরষ মাস,
তখনও কি মনে হয় “আমি তোমারে পেয়েছি অজানা সাধনে–“