সুবিনয় দাশের কবিতা

কায়দা করে

সুবিনয় দাশ

প্রতিবেশী মিলেমিশে থাকো কায়দা করে
শহর-শীর্ষে গুহায়, পঙ্গপাল লাফায়
জঙ্গলে আপন খেয়ালে, আত্মতুষ্টি মেনে
এঁকেবেঁকে গ্রাম, সবুজ পাতায় ভোজন
ঝুড়িতে শ্রাবণমাস, মনসামঙ্গলের দোঁহার
স্বাধীন বনবর্গী হাওয়া, মনোমত জ্যোৎস্না
ঘন চিক্কুর, পুলক পালক ভিজে কাক


শহর উধাও

সুবিনয় দাশ

শহর উধাও, শরণার্থী চুল্লিতে আগুন
জলপান ভীষণ দরকার, উঁচুমতো
চৌকাঠ ভেতরে বাহিরে ভিখারি, একরাত
কাটাবে ছোঁয়ার সুযোগে, প্রতিষ্ঠার তীব্র ক্ষুধা
গিমিক মশালে ঘামে, হাড়ে অনাদি অক্ষরে
শুধু থাকা নয় বয়া ফাটে, কাবিল হাজতে
লোকটি কবিতা পাঠে, সুষমা আনাজে