কবিতা

ঈশানকোণ একটি বাংলা সাহিত্যের ওয়েবব্জিন জুলাই-আগস্ট সেপ্টেম্বর ২০১৮ সংখ্যা

দেবীস্মিতা দেবের কবিতা

ডুব


আধখানা থিন অ্যারারুটের টুকরোটা

আমারই অসতর্কতায়, গরম চায়ে ডুবে গেল।

কত কীই তো আজকাল এমনভাবেই, চোখের নিমেষে ডুবে যায়।

যা কিছু স্বেচ্ছায় ডুবে যায়,

তাকে ডুবতে দেওয়াই ভালো।

নাহলে তাকে তুলতে গিয়ে, হাত পুড়ে যাবে যে।

জানি, চামচটাকে ডুবুরি বানাতে পারতাম। তবু কেন জানি –


একফোঁটাও ইচ্ছে করল না।


আমারও তো মাঝে মাঝে ওই থিন অ্যারারুট বিস্কুটের মতই

ডুব দিতে ইচ্ছে করে।

তবে চায়ের কাপে নয়। জ্বলন্ত আগুনে।

আর জানোই তো,

স্বেচ্ছায় ডুব দিলে –

তাকে ডুবে যেতে দেওয়াই ভালো।

 

                      HOME

এই লেখাটা শেয়ার করুন