সম্পাদকীয় রাতটা যত বাড়ছে, দিনটা যত এগোচ্ছে, বছরটা যত ঘুরছে -- সব কিছুই বদলে যাচ্ছে, ইতিহাসটাও কেমন পাল্টে যাছে । কালের নিয়মের গণ্ডিতে আমরা হাবুডুবু খাচ্ছি । আমাদের বাইলোজিকাল ফাংশন যতটুকু চলে ততটুকু পর্যন্ত আমাদের ক্ষমতা । এর বাইরে জীবনশক্তি কল্পনাতীত । এটা বেশির ভাগ লোকেরই মনে থাকে না । তাই হিংসা হানাহানিতে মত্ত থাকি। পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকি । নিজেকে জাহির করার উন্মাদনায় মতিভ্রংশ হই । দুর্নীতির রন্ধ্রে অনেকের আখের গোছানো চলতে থাকে । অবক্ষয়ের মুখে আমাদের মানবিকতা লোপ পেতে থাকে ।এটাকে অস্বীকার করার মত মূর্খামির জেরে কারুর বুকের পাটা শুধু তড়পাতে পারে, নিজে আত্মহারা হতে পারে, স্তুতিবাদ তৈরি করতে পারে, কিন্তু উত্তরণের পথ দেখাতে পারে না । এসবের অনেক উর্ধে আসুন আমরা উত্তরণের পথ খুঁজতে একটু চেষ্টা করি ।